শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২১ ফেব্রুয়ারী ২০২৪ ২২ : ৩১
অসুস্থ প্রভাত রায়। গত ছ’দিন ধরে তিনি ভর্তি ছিলেন বাঙ্গুর হাসপাতালে। প্রবীণ পরিচালকের মেয়ে আর্ট ডিরেক্টর একতা ভট্টাচার্য সামাজিক মাধ্যমে এই খবর জানিয়েছেন। তাঁর বিবরণ অনুযায়ী, ছ’দিন আগে ঠাণ্ডা লেগে জ্বর আসে। সঙ্গে শ্বাসকষ্টও ছিল। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় সরকারি হাসপাতালে। এদিকে, প্রভাত রায়ের কিডনির সমস্যাও রয়েছে। যার থেকে আচমকা রক্তে ক্রিয়েটিনিন লেবেল বেড়ে যায়। চিকিৎসকের পরামর্শ মেনে এরপরেই তাঁকে স্থানান্তরিত করা হয়েছে মধ্য কলকাতার প্রথম সারির বেসরকারি হাসপাতালে। বুধবার তাঁর প্রথম ডায়ালিসিস হয়েছে। পরিচালকের শারীরিক পরিস্থিতি জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল একতার সঙ্গে। তিনি জানিয়েছেন, প্রথম ডায়ালিসিসের পরে ভাল আছেন তাঁর ‘বাবি’।
একতার কথায়, ‘‘ঋতুবদলের সময় বাবির এই সমস্যা হয়। সেই সমস্যা নিয়েই প্রথমে বাঙ্গুরে ভর্তি করা হয়েছিল তাঁকে। আপাতত শ্বাসকষ্ট অনেকটাই নিয়ন্ত্রণে। বাবি গত চার-পাঁচ ধরে কিডনির সমস্যায় ভুগছেন। সেই সমস্যা নতুন করে বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শ নিয়ে স্থানান্তরিত করতে হয়েছে তাঁকে।’’ একতা ক্রিয়েটিভ টেলসের কর্ণধার এও জানিয়েছেন, গত পাঁচ দিন এবং রাত তিনি বাঙ্গুরে ছিলেন তার ‘বাবি’র সাথে । প্রথম ডায়ালিসিসের পরে অনেকটাই সুস্থ। কথা বলছেন সবার সঙ্গে। চিকিৎসকদের এও বলেছেন, ‘‘ডায়ালিসিস নেওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু মেয়ের মুখ চেয়ে রাজি হয়েছি। এখনও কাজ বাকি। ওর পাশে আমায় আরও কিছুদিন থাকতে হবে।’’ প্রভাত রায়ের মনের জোর দেখে আশ্বস্ত একতা এবং চিকিৎসকেরাও। তাঁদের দাবি, আর কয়েকটি ডায়ালিসিস হয়তো তারকা পরিচালককে নিতে হবে। তাহলেই তিনি আগের মতো সুস্থ।
গত বছর জীবনসঙ্গিনী জয়শ্রী রায়কে হারিয়েছেন পরিচালক। একাকী অবসাদে ভুগে জীবনবিমুখ হয়ে পড়েছিলেন তিনি। অসুস্থ হয়ে পড়েন। তখনও তাঁকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। একতা নিজের জীবনের সঙ্গে তাঁকে জড়িয়ে নিতেই জীবনের প্রতি আগ্রহ ফিরেছে প্রবীণ পরিচালকের। একথা একাধিক সাক্ষাৎকারে বলেছেন তিনি। মেয়ের হাত ধরে নতুন করে জীবন সাজিয়েও নিচ্ছেন। মেয়ের সহযোগিতায় ক্ল্যাপস্টিক আত্মজীবনী লিখেছেন। প্রযোজক মেয়ের আগ্রহেই এই প্রথম বিজ্ঞাপনী ছবির চিত্রনাট্য-সংলাপও লিখেছেন তিনি। তাঁর বাবির মুখ চেয়েই তাই আপাতত বইপ্রকাশের দিনক্ষণ বদলাননি একতা। বলেছেন, ‘‘খুব আগ্রহ নিয়ে বইপ্রকাশের অপেক্ষায় বাবি। আমাদের বিশ্বাস, ঠিক সময়ে সুডায়ালিসিসের পরে ভাল আছেন তাঁর ‘বাবি’।
নানান খবর

নানান খবর

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’

ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?

মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?

টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী

‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?